সর্বশেষ
অক্টোবর ১২, ২০২৫

লিবিয়ার বেনগাজিতে নিখোঁজ ১৭ বাংলাদেশির খোঁজ মিলতে পারে, পরিবারের সঙ্গে বৈঠক কাল

Spread the love

লিবিয়ার বেনগাজি থেকে গত ২৬ মার্চ নিখোঁজ হওয়া ১৭ জন বাংলাদেশির সন্ধান মিলতে পারে বলে আশার আলো দেখা দিয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, নিখোঁজদের অনুসন্ধানে ইতিবাচক অগ্রগতি হয়েছে।এদিকে নিখোঁজদের পরিবারের সদস্যরা আগামীকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠকে বসবেন মন্ত্রণালয়ের কর্মকর্তা লোকমান হাকিম ও তৈয়ব স্যারের সঙ্গে। পুরো প্রক্রিয়ায় পরিবারগুলোর পাশে থেকে সহায়তা করছেন এটিএম আব্দুর রউফ স্যার।পরিবারের সদস্যরা প্রিয়জনদের নিরাপদে ফিরে পাওয়ার আশায় অধীর প্রতীক্ষায় রয়েছেন। অনেকেই বলেন, “হে আল্লাহ! আমাদের সন্তানদের যেন নিরাপদে ফিরিয়ে দেন।”সরকারি কর্মকর্তারা জানান, নিখোঁজ বাংলাদেশিদের সন্ধানে সর্বাত্মক প্রচেষ্টা চালানো হচ্ছে এবং এ বিষয়ে শিগগিরই আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।

Featured image

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *