সর্বশেষ
অক্টোবর ১৩, ২০২৫

পেরুতে আগুনঝরা বিক্ষোভ ট্রেন থেমে গেছে মাচুপিচ্চুতে ৯০০ পর্যটকের দুঃসহ রাত

Spread the love

পেরুর বিশ্ববিখ্যাত প্রাচীন ইনকা নগরী মাচুপিচ্চু ঘিরে বড় ধরনের সংকট তৈরি হয়েছে। স্থানীয়দের বিক্ষোভে পর্যটক পরিবহন বন্ধ হয়ে যাওয়ায় অন্তত ৯০০ বিদেশি পর্যটক আটকা পড়েছেন আগুয়াস ক্যালিয়েন্তেস শহরে, যা মাচুপিচ্চুর প্রবেশদ্বার হিসেবে পরিচিত।দেশটির পর্যটন মন্ত্রী দেসিলু লেওন জানান, সোমবার প্রায় ১ হাজার ৪০০ পর্যটককে নিরাপদে সরিয়ে নেওয়া সম্ভব হলেও এখনো ৯০০ এর মতো পর্যটক আটকে আছেন। এর আগে ট্রেন অপারেটর PeruRail জানায়, বিক্ষোভকারীরা রেলপথে বড় বড় পাথর ফেলে রেখেছে, এমনকি কোথাও কোথাও রেললাইন কেটে ফেলা হয়েছে, যার ফলে যাত্রীবাহী ট্রেন চলাচল স্থবির হয়ে পড়ে।সংঘাতের মূল কেন্দ্র কনসেত্তুর (Consettur) নামের বাস কোম্পানির চুক্তি নবায়ন না হওয়া। ওই বাস কোম্পানি পর্যটকদের আগুয়াস ক্যালিয়েন্তেস থেকে মাচুপিচ্চুর প্রবেশদ্বারে পৌঁছে দিত। কিন্তু নতুনভাবে আরেকটি কোম্পানিকে সেবা দেওয়ার সুযোগ দেওয়া হলে স্থানীয়রা প্রতিবাদে নামেন।এমন অচলাবস্থায় মাচুপিচ্চুর সুনামও ঝুঁকির মুখে পড়তে পারে। বিশ্ব ঐতিহ্য প্রচারকারী সংস্থা New7Wonders ইতোমধ্যেই সতর্ক করেছে, সংঘাত অব্যাহত থাকলে মাচুপিচ্চুর বিশ্বনন্দিত Wonder of the World মর্যাদার বিশ্বাসযোগ্যতাও ক্ষতিগ্রস্ত হতে পারে।মাচুপিচ্চু, যেটি ২০০৭ সালে বিশ্বের নতুন সাত আশ্চর্যের তালিকায় স্থান পেয়েছিল, প্রতিবছর লক্ষাধিক আন্তর্জাতিক পর্যটকের ভ্রমণ কেন্দ্র। বর্তমান সংকট পর্যটনশিল্পের জন্য গুরুতর হুমকি হয়ে দাঁড়িয়েছে।সূত্র: রয়টার্স, সিএনএন ট্রাভেল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *