রাজধানীর কোতয়ালী এলাকায় এক ব্যবসায়ীকে অপহরণ করে খুন-জখমের ভয় দেখিয়ে মুক্তিপণ আদায়ের অভিযোগে দুইজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কোতয়ালী থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন মো. মিজানুর রহমান (৩৮) ও রুজিনা বেগম (২৯)।রবিবার সকাল ৯টার দিকে কোতয়ালী থানার রায় সাহেব মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।কোতয়ালী থানা সূত্রে জানা যায়, ভুক্তভোগী ব্যবসায়ী মো. সৈয়দ আলীকে স্বল্পমূল্যে ফ্ল্যাট কেনার প্রলোভন দেখান রুজিনা বেগম। গত ৯ আগস্ট বিকেলে তাকে শানারপাড় এলাকায় নিয়ে গিয়ে একটি মাইক্রোবাসে তোলা হয়। সেখানে ৭-৮ জন অজ্ঞাত ব্যক্তি তার চোখ বেঁধে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। পরবর্তীতে তাকে একটি ভবনের চতুর্থ তলায় আটকে রেখে মারধর করা হয়, ছবি ও ভিডিও ধারণ করে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। টাকা না দিলে হত্যার হুমকিও দেওয়া হয়।অভিযোগ রয়েছে, ভুক্তভোগীর কাছ থেকে নগদ ও বিকাশ-নগদ মিলিয়ে মোট এক লাখ ২৫ হাজার ৭০০ টাকা আদায় করে অপহরণকারীরা। এছাড়া মানিব্যাগ থেকে ২৬ হাজার টাকা ছিনিয়ে নেয়। পরে রাত ১০টার দিকে তাকে মৌচাক মোড়ে ছেড়ে দেওয়া হয়।ঘটনার পর ভুক্তভোগী চিকিৎসা নিয়ে ১৪ সেপ্টেম্বর কোতয়ালী থানায় মামলা দায়ের করেন। এজাহারের ভিত্তিতে তদন্তে নেমে পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় প্রধান আসামি মিজানুর রহমান ও রুজিনা বেগমকে গ্রেফতার করে।কোতয়ালী থানা পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতরা একটি সংঘবদ্ধ অপরাধচক্রের সক্রিয় সদস্য। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা অপরাধের বিষয়টি স্বীকার করেছে। অন্য পলাতক আসামিদের ধরতে অভিযান চলছে।গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।সূত্র: ডিএমপি নিউজ