ভিপি নির্বাচনে জয়ী আব্দুর রশিদ জিতু: ছাত্ররাজনীতির ভিন্নধারার প্রতীক”আর মাত্র ৫% ভোট গণনা বাকি থাকতেই চূড়ান্ত ফলাফল প্রায় স্পষ্ট হয়ে গেছে। ইতোমধ্যেই ১৯টি কেন্দ্রে ভোটগণনা শেষ হয়েছে। তাতে ভিপি পদে বড় ব্যবধানে এগিয়ে রয়েছেন স্বতন্ত্র প্রার্থী আব্দুর রশিদ জিতু।জিতুর প্রার্থিতা ঘিরে শুরু থেকেই নানা আলোচনা ছিল। প্রথমে তার পরিচয় ঘিরে গুঞ্জন ছড়ালেও পরবর্তীতে পরিষ্কার হয়—তিনি ছাত্রলীগের পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করে জুলাই আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেছিলেন। এমন সাহসী সিদ্ধান্ত নেয়া সহজ ছিল না।তবে এখানেই থেমে থাকেননি জিতু। ৫ আগস্টের পরবর্তী সময়ে যখন জাবি ক্যাম্পাসে বাম ও ছাত্রদল মিলে শিবিরকে কোণঠাসা করার চেষ্টা করছিল, তখন তিনি ভিন্নতর অবস্থান নেন। রাজনৈতিক প্রতিপক্ষকে ‘ভিলিফাই’ করার পরিবর্তে তাদের রাজনৈতিক অধিকার রক্ষার পক্ষে সোচ্চার হন। এভাবেই তিনি রিয়াকশন পলিটিক্স নয়, বরং একশন পলিটিক্সের দৃষ্টান্ত স্থাপন করেন।তার এই অপ্রচলিত, ইতিবাচক ও ন্যায়ভিত্তিক ভূমিকা শিক্ষার্থীদের আস্থা অর্জন করেছে। তাই স্বাভাবিকভাবেই ভোটাররা ভিপি পদে তাদের প্রতিনিধি হিসেবে জিতুকেই বেছে নিয়েছেন।