সর্বশেষ
অক্টোবর ১৩, ২০২৫

ভারতীয় চোরাচালান মালামালের পাহাড়সহ দুই যুবক ধরা

Spread the love

জালালাবাদ থানা পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালান মালামাল উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর ২০২৫) বিকেল সাড়ে ৪টার দিকে শিবেরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই (নিঃ) মুশফিকুর রহমানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ ২নং হাটখোলা ইউনিয়নের অস্ট্রেলিয়া পয়েন্ট সংলগ্ন পাগইল বাইপাস রোডের প্রবেশদ্বারে চেকপোস্ট বসানো হয়। এ সময় একটি সিএনজিসহ দুইজন চোরাকারবারীকে আটক করা হয়।গ্রেফতারকৃতরা হলেন হবিগঞ্জ জেলার বাহুবল থানার নিদনপুর গ্রামের বিশ্বজিৎ দাস (৩৩) এবং সিলেটের গোয়াইনঘাট থানার কুড়িখলার লিমন (২২)।পুলিশ সূত্রে জানা যায়, উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে১৬ হাজার পিস Gillette Wilkinson Sword Stainless Steel Blade (মূল্য ৮০,০০০ টাকা)৩৯০ পিস ভারতীয় ক্রীম (মূল্য ১,০১,৪০০ টাকা)৬০ পিস ভারতীয় ডাব সাবান (মূল্য ১২,০০০ টাকা)৮ কেজি ভারতীয় জিরা (মূল্য ৫,৬০০ টাকা)২৪ প্যাকেট ভারতীয় ফুচকা (মূল্য ৬,০০০ টাকা)এছাড়া জব্দ করা হয়েছে একটি সবুজ রঙের রেজিস্ট্রেশনবিহীন সিএনজি, যার আনুমানিক মূল্য ৩ লাখ টাকা।মোট উদ্ধারকৃত মালামালের মূল্য প্রায় ২ লাখ ৫ হাজার টাকা। এ ঘটনায় জালালাবাদ থানায় বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪ এর 25B(1)(b)/25D ধারায় মামলা নং ২১/১৩৪ রুজু হয়েছে। আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দের প্রক্রিয়া চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *