প্রশান্ত মহাসাগরের নিভৃত এক কোণে অবস্থিত ছোট্ট দ্বীপ ইস্টার আইল্যান্ড। এই দ্বীপই পৃথিবীর সবচেয়ে রহস্যময় প্রাচীন নিদর্শন ‘মোয়াই’ মূর্তিগুলোর জন্মভূমি। প্রায় ৯০০টিরও বেশি বিশাল মাথার মূর্তি এখানে ছড়িয়ে আছে, যাদের উচ্চতা গড়ে ১৩ ফুট এবং ওজন পৌঁছায় ১৪ টনেরও বেশি।মহৎ এই মূর্তিগুলো বানানো হয়েছিল দ্বীপের নিজস্ব আগ্নেয়গিরির পাথর থেকে। তবে সবচেয়ে চমকপ্রদ রহস্য হলো—কীভাবে এই বিশাল পাথরের মূর্তি তৈরি করে মাইলের পর মাইল দূরে এনে দাঁড়ানো হয়েছিল?বিজ্ঞানীরা ও ইতিহাসবিদরা আজও এই প্রশ্নের সঠিক উত্তর খুঁজে পায়নি। কেউ বলেন, গাছের গুঁড়ি ব্যবহার করে মূর্তিগুলো ঘষে–ঘষে স্থানান্তর করা হত। আবার কেউ বলেন, দড়ি বেঁধে দুলিয়ে–দুলিয়ে হাঁটানো হতো। সব তত্ত্বই মেলে না, রহস্যের আড়ালে।মোয়াই শুধু বিশাল পাথরের মূর্তি নয়; এটি মানব মেধা, কল্পনা ও অদম্য ইচ্ছাশক্তির নিঃশব্দ সাক্ষী। এই নিদর্শন আমাদের মনে করিয়ে দেয়—মানুষ কতদূর যেতে পারে শুধুমাত্র ধৈর্য, উদ্ভাবন ও পরিশ্রমের মাধ্যমে।