বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ার পর মাত্র এক বছরের মধ্যেই দেশের অর্থনীতিতে অভাবনীয় পরিবর্তন এনে বিশ্বব্যাপী প্রশংসিত হয়েছেন নোবেলজয়ী প্রফেসর মুহাম্মদ ইউনূস। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা মঙ্গলবার এক ভিডিও কলের মাধ্যমে তাঁকে অভিনন্দন জানিয়ে বলেন, “আপনি ছিলেন সঠিক সময়ে সঠিক নেতা। বাংলাদেশকে ভয়াবহ সংকট থেকে আপনি ঘুরে দাঁড় করিয়েছেন।”ওয়াশিংটন ডিসি থেকে প্রফেসর ইউনূসের সঙ্গে ভার্চুয়াল আলোচনায় অংশ নিয়ে জর্জিয়েভা বলেন, স্বল্প সময়ে সাহসী সিদ্ধান্ত নেওয়ায় বাংলাদেশ বৈদেশিক মুদ্রার বাজার স্থিতিশীল করতে পেরেছে এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ পুনরুদ্ধার হয়েছে। বিশেষ করে বাজারভিত্তিক বিনিময় হার প্রবর্তনকে তিনি বাংলাদেশ অর্থনীতির টার্নিং পয়েন্ট হিসেবে উল্লেখ করেন।প্রফেসর ইউনূস তাঁর প্রতিক্রিয়ায় আইএমএফের সহযোগিতার জন্য ধন্যবাদ জানিয়ে বলেন, “আমরা যখন ভেঙে পড়া অর্থনীতি হাতে পাই, তখন অনেকেই ব্যাংক থেকে বস্তায় ভরে টাকা নিয়ে পালিয়ে গিয়েছিল। সেখান থেকে ঘুরে দাঁড়ানো সহজ ছিল না।”এসময় তিনি জানিয়ে দেন, আগামী ফেব্রুয়ারিতে পবিত্র রমজানের আগে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে এবং তিনি নির্বাচনের পর তাঁর আগের কাজে ফিরে যাবেন।জর্জিয়েভা বাংলাদেশের রাজস্ব আহরণ বাড়ানো এবং ব্যাংকিং খাতে সাহসী সংস্কার চালিয়ে যাওয়ার আহ্বান জানান। তাঁর ভাষায়, “বাংলাদেশ ইতিহাসের এক মূল্যবান মুহূর্তে দাঁড়িয়ে আছে। সংস্কার অনিবার্য।”প্রফেসর ইউনূস জানান, তাঁর সরকার ইতোমধ্যে ব্যাংকিং খাত পুনর্গঠন এবং রাজস্ব বৃদ্ধি নিয়ে কার্যক্রম শুরু করেছে। পাশাপাশি তিনি আঞ্চলিক উন্নয়ন, অবকাঠামো প্রকল্প, নতুন বন্দর ও টার্মিনাল নির্মাণ এবং আসিয়ানভুক্তির আকাঙ্ক্ষার কথাও তুলে ধরেন।আলোচনায় অর্থ উপদেষ্টা ড. সেলাহ উদ্দিন আহমেদ এবং অর্থসচিব খায়রুজ্জামান মজুমদার উপস্থিত ছিলেন।