চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) বায়েজিদ বোস্তামী থানা পুলিশের বিশেষ অভিযানে আন্তঃজেলা সিএনজি চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এসময় তাদের হেফাজত থেকে দুইটি চোরাই সিএনজি উদ্ধার করা হয়।পুলিশ সূত্রে জানা যায়, ১৩ সেপ্টেম্বর রাতে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ প্রাপ্ত এক কলের সূত্র ধরে অভিযান চালানো হয়। কলটিতে জানানো হয়, রাউজান থানাধীন জয়পাড়া এলাকা থেকে চোরাই সিএনজি দুটি লিংক রোড এলাকায় বিক্রির উদ্দেশ্যে আনা হয়েছে।১৪ সেপ্টেম্বর ভোররাত ৩টা ৪৫ মিনিটে এসআই মো. রমিজ উদ্দিন ও অফিসার মোহাম্মদ কামরুজ্জামানের নেতৃত্বে বায়েজিদ থানার লিংক রোড ৬নং ব্রিজ এলাকা থেকে প্রথমে দুই জনকে আটক করা হয়। তারা হলেন— মো. নুরুল কবীর (২৭) ও মো. কামাল হোসেন (৫০)। তাদের হেফাজত থেকে চুরি হওয়া একটি সিএনজি উদ্ধার করা হয়।পরবর্তীতে তাদের দেওয়া তথ্যমতে সীতাকুণ্ডের উত্তর সলিমপুর ফৌজদারহাট সিএনজি ফিলিং স্টেশনের সামনে থেকে আরো দুইজনকে আটক করা হয়। তারা হলেন— মো. ইকবাল হোসেন (৩৭) ও মো. রুহুল আমিন (৬৮)। তাদের হেফাজত থেকে দ্বিতীয় চোরাই সিএনজিটি উদ্ধার করা হয়।উদ্ধারকৃত প্রতিটি সিএনজির আনুমানিক মূল্য প্রায় তিন লাখ টাকা। গ্রেফতারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে চুরির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় রাউজান থানায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।