সর্বশেষ
অক্টোবর ১৩, ২০২৫

নেতানিয়াহুর অঙ্গীকার: ‘ফিলিস্তিন রাষ্ট্র গড়তে দেব না’

Spread the love

আন্তর্জাতিক ডেস্ক, newsbd24live:ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু রবিবার (২১ সেপ্টেম্বর) স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে পশ্চিম তীরে কোনও ফিলিস্তিন রাষ্ট্র গড়ে উঠবে না। ব্রিটেন, কানাডা ও অস্ট্রেলিয়ার পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার কয়েক ঘণ্টা পরই নেতানিয়াহু এ ঘোষণা দেন।তিনি বলেন, “অক্টোবর ৭ এর হত্যাযজ্ঞের পর যারা ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিচ্ছেন, তারা সন্ত্রাসবাদকে পুরস্কৃত করছেন। কিন্তু আমি স্পষ্ট জানাচ্ছি, জর্ডান নদীর পশ্চিমে কোনও ফিলিস্তিন রাষ্ট্র গড়ে উঠবে না।”নেতানিয়াহু আরও বলেন, “আমরা দৃঢ় রাজনৈতিক প্রজ্ঞা ও সংকল্পের সঙ্গে কাজ করেছি। ইতোমধ্যে পশ্চিম তীরে ইহুদি বসতি দ্বিগুণ হয়েছে এবং আমরা এই পথে এগিয়ে যাব।”এদিকে ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ পশ্চিমা দেশগুলোর এই স্বীকৃতিকে ‘শান্তির জন্য দুঃখজনক দিন’ আখ্যা দিয়ে বলেছেন, “এটি একতরফা ঘোষণা, যা শান্তি প্রক্রিয়া ব্যাহত করবে।”ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ও এই স্বীকৃতিকে প্রত্যাখ্যান করে জানিয়েছে, এটি মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা নয় বরং অস্থিরতা বাড়াবে এবং প্রকৃত শান্তির সম্ভাবনা আরও দুর্বল করবে।অন্যদিকে হামাস এই স্বীকৃতিকে ‘ফিলিস্তিনের অধিকারের বিজয়’ হিসেবে উল্লেখ করে বলেছে, “এটি প্রমাণ করে, ইসরায়েল যত অপরাধই করুক, কখনও আমাদের জাতীয় অধিকার মুছে ফেলতে পারবে না।”সূত্র: WION

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *