সর্বশেষ
অক্টোবর ১৩, ২০২৫

নুরুল হক নুরের শারীরিক অবস্থা গুরুতর, আপাতত সাক্ষাৎ ও আলাপচারিতা বন্ধ

Spread the love

দেশের আলোচিত রাজনৈতিক ব্যক্তিত্ব ও ছাত্র আন্দোলনের নেতা ভিপি নুরুল হক নুর এখনো পুরোপুরি সুস্থ নন। হাসপাতাল থেকে রিলিজ নিলেও মাথা, নাক ও মুখমণ্ডলে গুরুতর আঘাতের কারণে চিকিৎসকরা তাকে অন্তত ৪ থেকে ৬ সপ্তাহ সম্পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন।চিকিৎসকদের নির্দেশনা অনুযায়ী, নাক ও চোয়ালে আঘাতের কারণে নুরকে কঠিন খাবার এড়িয়ে চলতে হবে এবং চোয়ালের নড়াচড়া কমাতে একেবারে কম কথা বলতে হবে। তবে রাজনৈতিক অঙ্গনের মানুষ হিসেবে মানসিক দৃঢ়তায় তিনি ইতোমধ্যে কিছু শুভাকাঙ্ক্ষীর সঙ্গে সাক্ষাৎ ও কথা বলার চেষ্টা করেছেন।বর্তমানে নুরের সঙ্গে সকল ধরনের সাক্ষাৎ ও আলাপচারিতা বন্ধ রাখা হয়েছে বলে জানিয়েছেন তার ঘনিষ্ঠ সহকর্মীরা। তারা জানান, নুর ভাইয়ের দ্রুত আরোগ্য কামনায় দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করা হচ্ছে।উল্লেখ্য, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিপি নুরুল হক নুরের একটি আবেগঘন বার্তায়ও তার শারীরিক অবস্থার আপডেট জানানো হয়। বার্তায় তিনি শুভাকাঙ্ক্ষী ও নেতা-কর্মীদের কাছে সুস্থতার জন্য দোয়া চান এবং দ্রুত স্বাভাবিকভাবে জনগণের মাঝে ফিরে আসার প্রত্যাশা ব্যক্ত করেন।সোর্স: সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিপি নুরুল হক নুরের অফিসিয়াল বার্তা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *