সর্বশেষ
অক্টোবর ১২, ২০২৫

নির্বাচন ঘিরে ধর্ম কার্ড খেলা হচ্ছে, জনগণ তা প্রতিহত করবে — বিএনপি নেতা

Spread the love

বরিশাল সদর উপজেলার চন্দ্রমোহন ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনকালে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ বলেছেন, ধর্মের নামে সমাজে বিভক্তি সৃষ্টির যেকোনো অপচেষ্টা জনগণই রুখে দেবে।বৃহস্পতিবার ২ অক্টোবর পূজামণ্ডপ পরিদর্শন শেষে তিনি বলেন, “ধর্মীয় স্বাধীনতা সংবিধান স্বীকৃত অধিকার। এটি কোনো করুণা নয়। কিন্তু একটি মহল ধর্মকে ব্যবহার করে সমাজে বিভাজন তৈরি করতে চাইছে। যারা ধর্মকে হাতিয়ার বানিয়ে মানুষকে বিভক্ত করে তারা দেশ ও জনগণের শত্রু।”তিনি আরও বলেন, দেশের মানুষ ধর্মপ্রাণ হলেও ধর্মান্ধ নয়। নির্বাচন সামনে রেখে যারা ধর্মীয় অনুভূতির অপব্যবহার করে মিথ্যাচার ছড়াচ্ছে তারা মূলত ধর্ম ব্যবসায়ী। সাধারণ মানুষ তাদের ঘৃণা করে এবং আগামী নির্বাচনে এদের প্রত্যাখ্যান করবে।এসময় উপস্থিত ছিলেন চন্দ্রমোহন ইউনিয়নের ১নং ওয়ার্ড চরসিংহেরকাঠী সর্বজনীন দূর্গা মন্দিরের সভাপতি অমল শীল, সাধারণ সম্পাদক উত্তম পাঠনী, পূর্ব চন্দ্রমোহন শ্রীশ্রী দূর্গা মন্দিরের সভাপতি সুধাংশু পাথর, সাধারণ সম্পাদক নেপাল হালদার, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোঃ তুহিন পণ্ডিত, সাবেক সহ-সভাপতি ও ইউনিয়ন চেয়ারম্যান মোঃ সিরাজুল হকসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।পরে বিকেলে বরিশাল মহানগর বিএনপির সদস্য জাহিদুর রহমান রিপনের মায়ের রুহের মাগফেরাত কামনায় বিএম কলেজ মসজিদে আয়োজিত মোনাজাতে অংশ নেন রহমাতুল্লাহ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *