দক্ষিণী জনপ্রিয় নায়ক দুলকার সালমানের বহুল প্রতীক্ষিত প্রকল্প “DQ41”-এ নায়িকা হিসেবে যুক্ত হলেন বলিউড-টলিউডের জনপ্রিয় অভিনেত্রী পূজা হেগড়ে। প্রায় তিন বছর পর আবারো তেলেগু সিনেমায় তাঁর প্রত্যাবর্তন ভক্তদের মধ্যে নতুন উত্তেজনা সৃষ্টি করেছে।প্রযোজনা প্রতিষ্ঠান SLV Cinemas সম্প্রতি একটি বিশেষ ভিডিও বার্তার মাধ্যমে পূজার নাম ঘোষণা করেছে। ভিডিওতে তাঁকে দেখা গেছে একেবারে সাদামাটা, “গার্ল-নেক্সট-ডোর” লুকে। নির্মাতাদের ভাষ্য— “দুলকার ও পূজার অন-স্ক্রিন রসায়ন দর্শকদের জন্য জাদুকরী অভিজ্ঞতা হবে।”নির্মাণ টিম“DQ41” পরিচালনা করছেন নবাগত পরিচালক রবি নেলাকুদিতি। ছবিটির সিনেমাটোগ্রাফি করছেন আনায় ওম গোস্বামী, সংগীতে রয়েছেন জি. ভি. প্রকাশ, আর প্রোডাকশন ডিজাইন সামলাচ্ছেন আর্টকোল্লা। ছবিটি প্রযোজনা করছেন সুধাকর চেরুকুরি।পূজা হেগড়ের আসন্ন প্রকল্প“DQ41” ছাড়াও পূজা হেগড়ে বর্তমানে একাধিক বড় ছবিতে কাজ করছেন। শিগগিরই তাঁকে দেখা যাবে বরুণ ধাওয়ানের বিপরীতে ‘হ্যায় জওয়ানি তো ইশ্ক হওনা হ্যায়’ ছবিতে। পাশাপাশি তাঁর হাতে রয়েছে ‘জনা নায়াগন’ এবং ‘সুরিয়া ৪৪’।ভক্তদের উচ্ছ্বাসঘোষণা প্রকাশের সঙ্গে সঙ্গেই ভক্তরা সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা ও উচ্ছ্বাস জানাতে থাকেন। অনেকেই মন্তব্য করেছেন যে, দুলকার–পূজা জুটিকে বড়পর্দায় দেখতে তর সইছে না।