সর্বশেষ
অক্টোবর ১৩, ২০২৫

ট্রাম্পের চূড়ান্ত হুঁশিয়ারি – ন্যাটোকে রাশিয়ান যুদ্ধবিমান ভূপাতিতের ডাক

Spread the love

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের ফাঁকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদোমির জেলেনস্কির সঙ্গে বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট জানিয়ে দিলেন, যদি রাশিয়ান যুদ্ধবিমান ন্যাটো সদস্য দেশগুলোর আকাশসীমায় প্রবেশ করে তবে সেগুলো ভূপাতিত করা উচিত।রবিবার এস্তোনিয়ার আকাশসীমায় প্রবেশ করে তিনটি রাশিয়ান মিগ-৩১ যুদ্ধবিমান। এর আগে পোল্যান্ডের আকাশে ঢুকে পড়ে রাশিয়ার ড্রোন ও যুদ্ধবিমান। এসব ঘটনায় ন্যাটোর মার্কিন F-15 এবং F-35 ফাইটার জেট তৎক্ষণাৎ আকাশে উড়ে যায়।সংবাদ সম্মেলনে এক সাংবাদিক প্রশ্ন করলে ট্রাম্প দৃঢ় কণ্ঠে জবাব দেন “Yes I do”। তবে যুক্তরাষ্ট্র সরাসরি অংশ নেবে কিনা, সে বিষয়ে তিনি কিছুটা সতর্ক অবস্থান নেন এবং বলেন, “Depends on the circumstance”।জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকেও ইউরোপীয় মিত্ররা সতর্ক করে জানায়, ন্যাটো সীমান্ত লঙ্ঘন করলে যেকোনো রুশ যুদ্ধবিমান বা ড্রোন গুলি করে নামানো হবে।জেলেনস্কিকে প্রশংসা করে ট্রাম্প বলেন, “তিনি একজন সাহসী মানুষ। ইউক্রেন শক্ত লড়াই করছে। রাশিয়ার যুদ্ধ তিন বছর অতিক্রম করলেও তারা প্রত্যাশিত সাফল্য অর্জন করতে পারেনি।”বিশ্ব রাজনীতিতে নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে ট্রাম্পের এই মন্তব্য। পর্যবেক্ষকরা মনে করছেন, ন্যাটো-রাশিয়া উত্তেজনা নতুন মাত্রায় পৌঁছাতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *