অন্তর্বর্তী সরকারকেই জুলাই জাতীয় সনদ-২০২৫ এর আইনী ভিত্তি প্রদান করতে হবে— এমন দাবিতে ছয় দফা প্রস্তাব ও তিন দফা কর্মসূচি ঘোষণা করেছে খেলাফত মজলিস। আজ সোমবার দুপুরে রাজধানীর পল্টন কালভার্ট রোডস্থ কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে মহাসচিব ড. আহমদ আবদুল কাদের এই কর্মসূচি ঘোষণা করেন।প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন নায়েবে আমীর মাওলানা আহমদ আলী কাসেমী, সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট জাহাঙ্গীর হোসাইন, অধ্যাপক আবদুল জলিল, প্রকৌশলী আবদুল হাফিজ খসরু, ঢাকা মহানগর উত্তর সভাপতি মাওলানা সাইফ উদ্দিন আহমদ খন্দকার, ঢাকা মহানগর দক্ষিণ সাধারণ সম্পাদক আবুল হোসেনসহ কেন্দ্রীয় ও মহানগর নেতৃবৃন্দ।লিখিত বক্তব্যে মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেন, জুলাই গণঅভ্যুত্থানে হাজারো শহীদের রক্ত ও ছাত্র-জনতার ত্যাগের মধ্য দিয়ে আওয়ামী ফ্যাসিবাদী সরকারের পতন ঘটেছে। তাই শহীদদের স্বপ্ন পূরণে রাষ্ট্র সংস্কার ও নিরপেক্ষ নির্বাচনের ভিত্তি হতে হবে জুলাই সনদ-২০২৫।তিনি অভিযোগ করেন, অন্তর্বর্তীকালীন সরকার এখনও কাঙ্ক্ষিত অগ্রগতি অর্জনে ব্যর্থ। বিশেষত জুলাই সনদের বাস্তবায়ন নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। এ অবস্থায় নির্বাচনী রোডম্যাপ ঘোষণা জনমনে শঙ্কা সৃষ্টি করেছে।খেলাফত মজলিসের ছয় দফা দাবির মধ্যে রয়েছে—১. অবিলম্বে জুলাই জাতীয় সনদ-২০২৫ ঘোষণা ও আইনী স্বীকৃতি প্রদান।২. জাতীয় সংসদের উচ্চকক্ষে পিআর (Proportional Representation) পদ্ধতিতে নির্বাচন।৩. আওয়ামী ফ্যাসিবাদ ও এর দোসরদের অপরাধের বিচার।৪. অপরাধীদের রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত ও নির্বাচনে অযোগ্য ঘোষণা।৫. অবৈধ অস্ত্র, কালো টাকা ও পেশিশক্তিমুক্ত সুষ্ঠু নির্বাচনের নিশ্চয়তা।৬. প্রাথমিক বিদ্যালয়ে গানের শিক্ষক নিয়োগের প্রজ্ঞাপন বাতিল করে ধর্মীয় শিক্ষক নিয়োগ।এসব দাবিতে খেলাফত মজলিস তিন দফা কর্মসূচি ঘোষণা করেছে—১৮ সেপ্টেম্বর ঢাকায় বিক্ষোভ মিছিল১৯ সেপ্টেম্বর দেশের সকল মহানগরে বিক্ষোভ২৬ সেপ্টেম্বর জেলা ও উপজেলা পর্যায়ে বিক্ষোভমহাসচিব হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, জুলাই জাতীয় সনদে আইনী ভিত্তি না দিলে পরবর্তীতে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।
