জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে নাটকীয় পরিস্থিতি তৈরি হয়েছে ছাত্রদলের ভোট বর্জনের ঘোষণাকে ঘিরে। ভোটগ্রহণের শেষ ভাগে বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৩টার দিকে ছাত্রদল প্যানেল আনুষ্ঠানিকভাবে নির্বাচন বর্জনের ঘোষণা দিলেও, শেষ পর্যন্ত প্রার্থীরা কিছুসংখ্যক ভোট পেয়েছেন।শনিবার (১৩ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে প্রধান নির্বাচন কমিশনার আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন। তাতে দেখা যায়, ভোট বর্জনের পরও ছাত্রদল প্যানেলের ভিপি প্রার্থী শেখ সাদী পেয়েছেন ৬৪৮ ভোট এবং জিএস প্রার্থী তানজিলা হোসাইন বৈশাখী পেয়েছেন ৯৪১ ভোট। তবে কেন্দ্রীয় কোনো পদে জয় পাননি ছাত্রদলের কেউ।অন্যদিকে, স্বতন্ত্র প্যানেলের প্রার্থী আব্দুর রশিদ জিতু ৩৩৩৪ ভোট পেয়ে ভিপি নির্বাচিত হয়েছেন। আর শিবির প্যানেলের মাজহারুল ইসলাম ৩৯৩০ ভোট পেয়ে জিএস পদে জয়লাভ করেন। সামগ্রিকভাবে ২৫ পদের মধ্যে ২০টি পদে জয় পেয়েছে শিবির প্যানেল।নির্বাচনের ফল ঘোষণার পর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিবির সমর্থকদের উচ্ছ্বাস লক্ষ্য করা যায়। অন্যদিকে ছাত্রদলীয় প্রার্থীদের ভোট বর্জন ও নিম্ন ভোটপ্রাপ্তি নিয়ে নানা আলোচনা চলছে।