২০১৪ সালের ব্রাজিল বিশ্বকাপ। নিজের ঘরের মাঠে ফুটবল উৎসবকে ঘিরে দেশজুড়ে তখন উন্মাদনা। সেই সময় ১৭ বছর বয়সী এক কিশোর, যার তখনো প্রফেশনাল ফুটবলে অভিষেক হয়নি, সাও পাওলোর রাস্তায় বিশ্বকাপের আমেজে ডুবে গিয়েছিলেন। কিশোরটির নাম গ্যাব্রিয়েল হেসুস।সেই সময় তাকে কেউ চিনত না, শুধু দেখত হাতে ব্রাশ নিয়ে রাস্তার দেয়ালে রঙ করতে। অথচ সেই অচেনা কিশোরই কয়েক বছরের ব্যবধানে বিশ্ব ফুটবলের মঞ্চে তারকা হয়ে উঠেছেন।মাত্র দুই বছর পর, ২০১৬ অলিম্পিকে ব্রাজিলকে ফুটবলে প্রথমবারের মতো সোনা জেতানোর নায়ক হেসুস। এরপর তার অভিষেক হয় বিশ্বকাপে। ২০১৮ এবং ২০২২—দুটি আসরেই খেলেছেন দেশের জার্সি গায়ে।জীবন কীভাবে বদলে যায়, তার অনন্য উদাহরণ গ্যাব্রিয়েল হেসুস। ২০১৪ সালের বিশ্বকাপের স্মৃতি মনে পড়লেই তিনি উপলব্ধি করেন, সুযোগ এলে জীবন কেমন নাটকীয়ভাবে পরিবর্তন আনতে পারে। সাও পাওলোর গলিতে আঁকা রঙ থেকে আজকের বিশ্বকাপ খেলা তারকা—এই যাত্রা যেন এক অনুপ্রেরণার গল্প।—সোর্সFIFA World Cup Archive, ESPN Brazil, BBC Sport