সর্বশেষ
অক্টোবর ১২, ২০২৫

কোটি কোটি উত্তরাধিকার, অভিযোগ আর গ্রেফতার — মোদি পরিবারে নতুন আবর্তন।

Spread the love

প্রবাসী ব্যবসায়ী ও প্রাক্তন আইপিএল প্রেসিডেন্ট ললিত মোদির বড় ভাই সমীর মোদিকে দিল্লি পুলিশ বৃহস্পতিবার সন্ধ্যায় রেপ ও ফৌজদারি হুমকি (Criminal Intimidation) অভিযোগে আটক

পুলিশ সূত্রে জানা গেছে, একজন নারী পাঁচ দিন আগে অভিযোগ করেন। অভিযোগ ভিত্তিতে একটি মামলা দায়ের করা হয়। অভিযোগ মঙ্গলবার দায়ের করা হয়, কিন্তু মামলা করা হয় ১০ সেপ্টেম্বর তারিখে নব ফ্রেন্ডস কলোনি পুলিশের থানায়। 

আটকির ঘটনা ঘটে ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে; সমীর মোদি তখন বিদেশে যাত্রার তাঁবড় চেষ্টা করছিলেন। পুলিশ তাকে নিউ ফ্রেন্ডস কলোনি থানায় নিয়ে যায় এবং আজ আদালতে হাজির করে এক দিনের বিচারিক হেফাজতেরনির্দেশ দেওয়া হয়।

সমীর মোদি “Modicare” কোম্পানির প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক। পাশাপাশি, তিনি মোদি পারিবারিক ও ব্যবসায়িক ঐতিহ্যগত বিরোধের কেন্দ্রে থেকেছেন, বিশেষ করে KK মোদি–র মৃত্যু (২০১৯) পর ১১০০০ কোটি টাকার উত্তরাধিকার বিতরণ নিয়ে সার্বিক ও পারিবারিক বিবাদ রয়েছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *