ম্যানচেস্টার ইউনাইটেডে থাকাকালীন আন্দ্রে ওনানা ছিলেন সমালোচনার তীরবিদ্ধ নাম। প্রিমিয়ার লিগে একের পর এক ভুল, এমনকি চতুর্থ ডিভিশনের ক্লাবের বিপক্ষেও সহজ শট সামলাতে হোঁচট খাওয়া যেনো অভ্যাসে পরিণত হয়েছিল। সমর্থকদের চোখে ধীরে ধীরে তিনি অযোগ্য হয়ে উঠছিলেন।কিন্তু ফুটবল যে এক অদ্ভুত খেলা—সেটাই আবার প্রমাণ করলেন ওনানা। নতুন ঠিকানা ফেনারবাহচেতে যোগ দেওয়ার পর প্রথম ম্যাচেই যেনো তিনি বদলে গেলেন অন্য এক মানুষে। ১০ জনের দল নিয়ে শক্তিশালী ফেনারবাহচে ২৯টি শটের মুখোমুখি হলেও, অসাধারণ দৃঢ়তায় গোলবার আগলে দাঁড়ালেন ক্যামেরুনিয়ান গোলকিপার। অন টার্গেটে আসা ৯টি শটের মধ্যে ৮টিই তিনি ঠেকিয়ে দেন। এর মধ্যে ৪টি ছিল দৃষ্টিনন্দন ডাইভিং সেইভ। পরিসংখ্যান বলছে, তিনি অন্তত ১.৬৩ সম্ভাব্য গোল ঠেকিয়ে দিয়েছেন।ফলাফল—ম্যাচসেরা রেটিং অর্জন করেন ওনানা, আর সমর্থকরা তার নাম উচ্চারণ করেন নায়কের মতো করে। এক সপ্তাহ আগেও যিনি ছিলেন ব্যর্থতার প্রতীক, আজ তিনি ফেনারবাহচের আশার আলো।এই দৃশ্যপট নিঃসন্দেহে একটি প্রশ্ন ছুঁড়ে দেয়—সমস্যাটা কি আসলেই খেলোয়াড়ের, নাকি ম্যানচেস্টার ইউনাইটেডের ম্যানেজমেন্টের?