এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচের টসকে ঘিরে তৈরি হওয়া হাত মেলানো বিতর্ক এখন আন্তর্জাতিক ক্রিকেটে আলোচনার কেন্দ্রবিন্দু। পাকিস্তান ক্রিকেট বোর্ড (PCB) দাবি করেছিল, ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট পাকিস্তান অধিনায়ক সালমান আলি আগাকে ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদবের সঙ্গে হাত না মেলাতে বলেছিলেন। PCB এ ঘটনাকে নিরপেক্ষতার পরিপন্থী আখ্যা দিয়ে ম্যাচ রেফারিকে সরানোর দাবি জানায়।তবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ICC) তাদের আনুষ্ঠানিক জবাবে PCB’র অভিযোগ সম্পূর্ণ খারিজ করে দিয়েছে। ICC’র ব্যাখ্যা অনুযায়ী, পাইক্রফট কেবলমাত্র এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (ACC) কর্মকর্তাদের বার্তা পৌঁছে দিয়েছিলেন, ব্যক্তিগতভাবে কোনো সিদ্ধান্ত নেননি। ফলে PCB’র দাবি ভিত্তিহীন প্রমাণিত হয়েছে।এমন অবস্থায় পাকিস্তান-সংযুক্ত আরব আমিরাত ম্যাচকে ঘিরে উত্তেজনা আরও বেড়েছে। কারণ ৬৯ বছর বয়সী জিম্বাবুইয়ান ম্যাচ রেফারি পাইক্রফট ওই ম্যাচেও দায়িত্বে থাকবেন। PCB ইতিমধ্যেই প্রকাশ্যে জানিয়েছে, তিনি দায়িত্বে থাকলে তারা মাঠে নামবে না।স্থানীয় গণমাধ্যমে খবর বেরিয়েছে, PCB সভাপতি মোহসিন নাকভি এখন সরকারের সঙ্গে পরামর্শ করছেন পরবর্তী পদক্ষেপের জন্য। এদিকে, পাকিস্তান দলের নির্ধারিত প্রি-ম্যাচ প্রেস কনফারেন্স হবে কি না তা নিয়েও অনিশ্চয়তা দেখা দিয়েছে।এই ঘটনাকে কেন্দ্র করে ক্রিকেট অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, এশিয়া কাপে এখন খেলাধুলার চেয়ে রাজনৈতিক চাপ এবং কূটনৈতিক দ্বন্দ্বই বেশি আলোচিত হচ্ছে।সূত্র: Cricbuzz