ইতালিতে ভুয়া ভিসায় লোক পাঠানোর নামে কোটি টাকার প্রতারণার সঙ্গে জড়িত একটি চক্রের সদস্যকে আটক করেছে অপরাধ তদন্ত বিভাগ সিআইডি ঢাকা মেট্রো পূর্ব বিভাগ। গ্রেফতারকৃতের নাম মিলন মিয়া বয়স ৪২ পিতা মৃত কালাম মাতব্বর মাতা রানী আক্তার গ্রামের বাড়ি ফরিদপুর জেলার সালতা থানার ইসুবদিয়া গ্রামে।মামলার এজাহার অনুযায়ী পল্টন থানা ডিএমপির মামলা নং ০৮ তারিখ ২ জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ ধারা পেনাল কোড ৪০৬ ৪২০ ৪৬৭ ৪৬৮ ৪৭১ এর আলোকে এজাহারভুক্ত আসামি মিলন মিয়াকে গত ১৫ সেপ্টেম্বর রাতে ফরিদপুর শহরের চকবাজার এলাকা থেকে গ্রেফতার করে সিআইডি।তদন্তে জানা যায় প্রতারক চক্রটি ইতালিতে ভিসা দেওয়ার নামে শতাধিক প্রবাস প্রত্যাশীর কাছ থেকে কয়েক কোটি টাকা হাতিয়ে নিয়েছে। প্রকৃত ভিসার বদলে ভুক্তভোগীদের হাতে তুলে দেওয়া হয় ভুয়া ভিসা আবার কখনো তাদের পাসপোর্ট আটকে রেখে নানাভাবে হয়রানি করা হয়। প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া অর্থ দেশের বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে গ্রহণ করা হতো।প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত মিলন মিয়া স্বীকার করেছে যে ফরিদপুরের এক ভিক্টিমের সঙ্গে ২২ লাখ টাকার চুক্তি হয় এবং সেখান থেকে ৭ লাখ টাকা অগ্রিম নেয়া হয়। এছাড়া তার আরও সহযোগী রয়েছে যারা বিভিন্ন এলাকায় গিয়ে প্রবাস প্রত্যাশীদের টার্গেট করত। ফরিদপুর নড়াইল নরসিংদী কিশোরগঞ্জ চাঁদপুর ও চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জেলায় এ চক্রের নেটওয়ার্ক রয়েছে বলে জানা গেছে। জিজ্ঞাসাবাদে আরও উঠে এসেছে যে জোসনা বেগম এবং মাহবুব নামের দুজন ইতালি ও লিবিয়ায় লোক পাঠানোর মূল হোতা।সিআইডি জানায় গ্রেফতারকৃত মিলন মিয়ার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে আদালতে সোপর্দ করা হয়েছে এবং রিমান্ড আবেদনের প্রস্তুতি চলছে। এ ঘটনায় জড়িত অজ্ঞাত অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেফতারের লক্ষ্যে তদন্ত ও অভিযান অব্যাহত রয়েছে।সূত্র সিআইডি ঢাকা মেট্রো পূর্ব বিভাগ
