অবশেষে জাতীয় গণতান্ত্রিক রাজনৈতিক দল এনসিপি (ন্যাশনাল কংগ্রেস অব পিপল) শাপলা প্রতীক পাওয়ার পথে আর কোন আইনি কিংবা রাজনৈতিক প্রতিবন্ধকতা রইলো না। দীর্ঘদিন ধরে নির্বাচন কমিশনের (ইসি) নানা অজুহাতের কারণে প্রতীক বরাদ্দ ঝুলে থাকলেও এখন পরিস্থিতি পরিষ্কার।প্রথমদিকে নির্বাচন কমিশন এনসিপিকে জানায়, শাপলা প্রতীক বরাদ্দে আইনি জটিলতা রয়েছে। কিন্তু দলটির লিগ্যাল উইং বিস্তারিতভাবে ব্যাখ্যা দিয়ে কমিশনকে বোঝায় যে, এ ক্ষেত্রে কোনো আইনি প্রতিবন্ধকতা নেই। তখন কমিশন নতুন যুক্তি তুলে ধরে—শাপলা প্রতীক আগে নাগরিক ঐক্য দাবি করেছে, তাই তাদের প্রতীক দেওয়াই যৌক্তিক।তবে বৃহস্পতিবার নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না স্পষ্ট জানিয়ে দেন যে, এনসিপিকে শাপলা প্রতীক দিলে তাদের পক্ষ থেকে কোন আইনি পদক্ষেপ নেওয়া হবে না। এতে করে নির্বাচন কমিশন যে রাজনৈতিক অজুহাত দেখিয়ে আসছিল, সেটিও এখন আর টিকছে না।এনসিপির শীর্ষ নেতৃত্ব জানিয়েছে, এখন আর আইনি বা রাজনৈতিক কোনো প্রতিবন্ধকতা নেই। তারা নির্বাচন কমিশনকে নিরপেক্ষ থেকে সাংবিধানিক দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন। দলের পক্ষ থেকে বলা হয়েছে, নির্বাচন কমিশন যেন দলীয় প্রভাব ও স্বেচ্ছাচারিতা থেকে বের হয়ে জনগণের আস্থা অর্জনকারী একটি প্রতিষ্ঠান হয়ে ওঠে।